নাইক্ষ্যংছড়িতে মহা সাংগ্রাই উপলক্ষে আনন্দ শুভযাত্রা ও নানা কর্মসূচি


বান্দরবানের নাইক্যংছড়িতে মাহা সাংগ্রাইং ( বাংলা নববর্ষ) উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজাতি পল্লীতে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও আশপাশের উপজাতীয় পল্লীর নৃ-গোষ্ঠী সকাল ৯টায় উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেন। এ বিশাল শোভাযাত্রাটি সকাল সাড়ে ৯টায়
উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় । অনুষ্ঠানে বৈশাখী গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে অংশ নেয়, মার্মা শিল্পীগোষ্ঠী, চাক শিল্পী গোষ্ঠী, তঞ্চঙ্গা শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা। অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম চৌধুরী। এতে সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে অন্যতম হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, শিক্ষা অফিসার আক্তার হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহবায়ক আবদুল হামিদ, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আবদুর রশিদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষক ও শিক্ষার্থী।
অপর দিকে উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি উপজাতিয় পাড়ার এ দিবসটি পালন করে ঘটা করে। তারা প্রতিটি বিহারের বৌদ্ধস্নান শেষে খাদ্য বিতরণ করেন নৃ-গোষ্টীর মাঝে।
একই সাথে উপজেলার প্রতিটি স্কুল কলেজ ও মাদরাসায় এ দিবসটি পালন করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার।
এ দিবসকে উপলক্ষ্য করে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত নানা উৎসব পালন করবে উপজাতীয় সম্প্রদায়ের লোকজন।