নাইক্ষ্যংছড়িতে সাংগ্রাই উৎসব ও আদিবাসীদের ঐতিহ্য সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত


নাইক্ষ্যংছড়ি সাংগ্রাই উৎসব ও আদিবাসীদের ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পালস্ বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ইউনেসকোর সহায়তায় বৃহষ্পতিবার, ২৯ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলানায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশ নেন মারমা, চাকমা, মুরং (ম্রো), চাক, ত্রিপুরা ও চংতঙ্গা সম্প্রদায়ের গ্রাম প্রধানসহ ২১ জন প্রতিনিধি। অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহামদ।
পালস্ বাংলাদেশ সোসাইটির লীড এডভাইজার মুহাম্মদ আলী রেজার সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় সাংগ্রাই উৎসব সহ আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ ও ঘাটতি, ঘাটতি মোকাবেলায় সম্ভাব্য সমাধান, ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়াও সাংগ্রাই উৎসবসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ড টেকসই করতে কৌশল ও পরিকল্পনা নির্ধারণ এবং
বাস্তবায়নে ”আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ” নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়। এ প্লাটফর্মটির মাধ্যমেই ভবিষ্যতে উপরোক্ত সম্প্রদায়সমূহ তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কর্মকৌশল প্রনয়ন, বাস্তবায়ন ও টেকসই উন্নয়নে সক্রীয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সঞ্চালক কর্মশালার সারাংশ উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।