নাইক্ষ্যংছড়িতে ২০ লিটার চোলাইমদসহ নারী-পুরুষ আটক, মোটরসাইকেল জব্দ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমক চুবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ দুই পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিত সিংহের নির্দেশনায় একটি টিম কচুবনিয়া রাস্তার সামনে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত নাম্বারবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- রেজু ফাত্রাঝিরি এলাকার মো. জাফর আলমের ছেলে মো. রুবেল (২৭) ও মংতাইন চিং তংচংগ্যার মেয়ে মালায়ে তংচংগ্যা (৩৯)।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।