নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ
বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি অভিযান জোরদার করেছে। চোরাকারবারিদের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত-দিন এ অভিযান চালাচ্ছে তারা।
তারই ধারাবাহিকতায় বিজিবির জোয়ানরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জব্দ করে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী। এর মধ্যে রয়েছ চাউল, দুধ, সাবান, বিস্কুট। পৃথক অভিযানের জব্দ করা হয় বিভিন্ন প্রকার চোরাইপণ্য ও খাদ্য সামগ্রী।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীন লেম্বুছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বাংলাদেশ হতে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন চাউলের বস্তা, দুধ, বিস্কুট, সাবানসহ বিভিন্ন প্রকার পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালিকবিহীন বিভিন্ন পণ্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিলামের প্রক্রিয়াধীন এবং অভিযান চলমান রয়েছে।
১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি. বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারিরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা ১১ বিজিবি জোয়ানদের কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের বিভিন্ন গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে।