বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির ধারাবাহিক অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করেছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে ১১ ব্যাটলিয়ান বিজিবি'র নিয়মিত টহল দল জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা এই সব গরু জব্দ করতে সক্ষম হন।বিজিবি জানায়, ১১ বিজিবি অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা সীমন্ত সড়ক সংলগ্ন হাতিরডিভা নামক স্থানে জোন অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস-এর দিকনির্দেশনায় এসব বার্মিজ গরু জব্দ করা হয়।এ বিষয়ে বিজিবির অধিনায়ক বলেন, অভিযানের খবর টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে তিনি এ অভিযান চলমান থাকবে বলে জানান সাংবাদিকদের।
উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস-এর মাধ্যমে নিলাম দেয়া হবে আজকালের মধ্যে।