নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবারো স্থলমাইন বিস্ফোরণ
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2024/05/IMG-20240505-WA0005.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে পাঁচদিনের মাথায় আবারো স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ মে) ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকার বিপরীতে মিয়ানমার অংশে বিকট আওয়াজে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, সীমান্তের বাসিন্দা হাবিবুর রহমান, ছুরত আলম ও ছৈয়দ নূর।
তারা জানান, সকালে তারা বাগানে জঙ্গল পরিষ্কার করতে যাওয়ার সময় ৪৮ নম্বর এলাকার মিয়ানমারের অনুমানিক ৫০ গজ ভেতরে ১টি বিকট বিষ্ফোরণের শুনতে পান। এ কারণে ভয়ে তারা বাড়ি ফিরে আসেন সকলে।
অনুরূপ ঘটনার কথা জানান, সীমান্ত এলাকার বাসিন্দা মো. বাবুল হোসেন এবং নুর আলম।
এ নিয়ে ২ সপ্তাহে মধ্যে ৩ দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত ১৪ তারিখ তুমব্রু, ৪ মে সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ৩ জন আহত হন। তাদের মধ্যে ২ জনের পা উড়ে যায়। যারা এখনও চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্গম ও পাহাড়ি জনপদ হওয়াতে একাধিকবার চেষ্টা করেও দায়িত্বশীল কারের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে১১-বিজিবি অধিনায়ককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের কোনার পাড়ার বিপরীতে ওপারে গত মঙ্গলবার (১৪ মে) রাত ১০টার পর প্রকট আওয়াজে ১ স্থলমাইন বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে তুমব্র বাজারসহ ৫ গ্রাম । এতে হতাহতের কোন খবর কেউ শুনেননি।
বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের একটি বিদ্রোহী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।