parbattanews

নাইক্ষ্যংছড়িতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন, নৌকার জয়জয়কার

নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬ ভোটকেন্দ্রে কোথাও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকারিয়া বলেন, নাইক্ষ্যংছড়িতে ভোট সুষ্টভাবে শেষ হয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে শীত উপেক্ষা করে ৮ টায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছে। ৪ টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫শ ৩৭টি। পুরুষ ভোটার ২২৩২৭ জন মহিলা ভোটার-২২২১০ জন। উপজেলার ৫ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা-২৬ টি।

সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি সদরের তাংগারা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা- ৩ হাজার ৭ শত ১ ভোট। এখানে মোট কাস্টিং ভোট- ২৫৯৯ ভোট। এ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছে-২ হাজার ৩ শত ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে লাঙ্গল প্রতীক পেয়েছে ১৮৬ ভোট। বাতিল হয়েছে ৪৯ ভোট।

এদিকে অপর কেন্দ্র নাইক্ষ্যংছড়ি সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে, ২ হাজার ৭ শত ৭৬। এখানে ভোট কাস্ট হয়েছে-১ হাজার ৯ শত ৮২ টি। এ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে- ১৯২৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে- ৬২ ভোট। বাতিল হয়েছে ২৩ ভোট।

এছাড়া অন্যান্য ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে কঠোর নিরাপত্তার চাঁদরে ঢাকা ভোট কেন্দ্র গুলোকে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। তবে পাহাড়ি জনপদ গুলোতে উপজাতীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

 

Exit mobile version