parbattanews

নাইক্ষ্যংছড়িতে আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক কর্মশলা উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

এনআইএলবি‘র উদ্দ্যেগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাইক্ষ্যংছড়িতে আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করেন এনআইএলজি’র যুগ্ম পরিচালক (উপ সচিব) প্রবীর কুমার চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন। উল্লেখ্য, তিন দিন ব্যাপী এ কোর্সে অংশ নিচ্ছে পাঁচ ইউনিয়নের মোট ৩৭ জন গ্রাম পুলিশ সদস্য।

Exit mobile version