নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকাল নয়টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ’র নেতৃত্ব বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর পর পরই দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু ক্যানওয়ান চাক, দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকেরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৫ টায় উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু ক্যান ওয়ান চাক, দৌছড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরান, ইউনি নাইক্ষ্যংআড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মী কর্মীরা।