parbattanews

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশে ২ লক্ষ ৫০ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় আদালতের নির্দেশে ২ লক্ষ ৫০ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে ইউএনও।

রবিবার(৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি থানা কম্পাউন্ডে উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এস এম সরওয়ার কামাল আদালতের নির্দেশে এসব মাদক দ্রব্য ধ্বংস করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. আলমগীর শেখ জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা ৭৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, বিদেশি বিয়ারের বড়-ছোট তিন প্রকারের ২৩২টি ক্যান যার বাজারমূল্য ২ লক্ষ ৫৪ হাজার ৯শত ৬০টাকা।

ইউএনও এস এম সরওয়ার কামাল থানায় অনুষ্ঠানিকভাবে মাদক দ্রব্যাদি ধ্বংস করার সময় বলেন, নাইক্ষ্যংছড়িতে মাদক নির্মূলে প্রশাসনের সবসময় অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও পাহাড় কাটা ও ভেজাল দ্রব্যপণ্য, বাল্যবিবাহসহ যে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, নতুন অফিসার্স ইনচার্জ যোগদানের পর থেকে উপজেলায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর শেখ, এসআই জিয়াউল হক, এসআই সুমন কান্তি, এএসআই জাহেদ ও গণ্যমাধ্যমকর্মীরা।

Exit mobile version