parbattanews

নাইক্ষ্যংছড়িতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান শুরু

সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার (১৯জুলাই) সকালে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনসার ভিডিপি’র কার্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও মহাপরিচালকের নির্দেশে চারা বিতরণ করা হচ্ছে। এসব চারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করার আহ্বান জানান।

পরে উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক তাহেরা বেগম ও জাহিদ হোসেনসহ অতিথিবৃন্দ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচীর সূচনা করেন।

এসময় উপজেলা কমান্ডার কামাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Exit mobile version