parbattanews

নাইক্ষ্যংছড়িতে আবারো চোরাই কাঠ আটক

Capture

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে আবারো চোরাই কাঠ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দোছড়ি ইউনিয়নের পক্ষিঝিরি এলাকা থেকে এসব কাঠ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েব সুবেদার মো. শাহ আলম এর নেতৃত্বে পক্ষিঝিরি নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। তবে উক্ত স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮৯.০৫ ঘনফুট বিভিন্ন ধরণের কাঠ এবং ২৪০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। যার মূল্য ৬ লক্ষ ৪০ হাজার ১১৮ টাকা।

আটককৃত কাঠ মামলা নং ইউডিওআর-২৩ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০১৬ মোতাবেক তুলাতুলী বনবিট অফিসে জমা করা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ চৌধুরী।

Exit mobile version