নাইক্ষ্যংছড়িতে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল অনন্দ র‍্যালি বের হয়। এতে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে দলটির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো. ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলার আওয়ামী লীগ নেতা ডা. সিরাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চুচুমং মার্মাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অর্থনীতিসহ দেশে বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। আগামী ২৫ জুন দেশের অন্যতম সর্বোবৃহৎ সেতু পদ্মা সেতু উদ্বোধনের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ’র ভূয়সী প্রশংসা করে বলেন, পদ্মা সেতু দেশের ১৮টি জেলাকে দেশের মূল অর্থনৈতিক স্রোতে সংযুক্ত করতে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কেটে নেতা কর্মীদের খাইয়ে দিয়ে দিনটির শুভসূচনা করেন।

র‍্যালি, দোয়া ও আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশোসিং সহ দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

অপরদিকে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি নেতৃত্বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন কারা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ. লীগ, নাইক্ষ্যংছড়ি, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন