parbattanews

নাইক্ষ্যংছড়িতে ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজু আমতলী এবং রেজুর ভালুক খাইয়া এলাকায় আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

অভিযান চলাকালীন ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইটভাটায় কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Exit mobile version