parbattanews

নাইক্ষ্যংছড়িতে এক যুগের বিরোধ নিষ্পত্তি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় আরও একটি দীর্ঘদিনের সীমানা বিরোধ নিষ্পত্তি হয়েছে।

শুক্রবার দুপুরে ইউনিয়নের চেরারকুল এলাকায় সামাজিক বিচারের মাধ্যমে উত্তেজনাময় পরিস্থিতির অবসান ঘটান তিনি।

এসময় তিনি বলেন- মামলা মোকদ্দমায় উভয় পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া মানুষ মামলা মোকাবেলা করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই গ্রামের যেকোন বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উপস্থিত মুরব্বীদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মনির আহাম্মদ ও মাওলানা সৈয়দ কাশেম এর জমি সংক্রান্ত সীমানা বিরোধ চলে আসছে দীর্ঘ ১২ বছর ধরে। এই নিয়ে ইতোপূর্বে উভয়পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগসহ নানা সংঘাত সৃষ্টি হয়।

সম্প্রতি সময়ে পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন দীর্ঘকালের কয়েকটি বিরোধ মিমাংসা করে এলাকায় আলোচনায় চলে আসেন।

সেই ধারাবাহিকতায় চেয়ারম্যান নুরুল আবছার শুক্রবার সরেজমিনে গিয়ে দীর্ঘ এক যুগের সীমানা বিরোধের মিমাংসা করে দেন। এছাড়া তিনি ৮ নং ওয়ার্ডের মেহর আলি ও সাবেক মেম্বার হাসান এর সীমানা বিরোধও সরেজমিনে তদন্ত করেছেন।

Exit mobile version