নাইক্ষ্যংছড়িতে ছোট ভাইয়ের হামলায় বড়ভাইসহ আহত-৭

fec-image

পার্বত্য নাইক্ষ্যংছড়িতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই সহ আহত হয়েছে-৭ জন। আহতদের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বড়ভাই জাফর আলম এ প্রতিবেদকে বলেন, তার বাড়ি সদর ইউনিয়ের কম্বনিয়া গ্রামে। তার ছোটভাই আবুল শামা ও তার একই গ্রামে বসবাস করে। এরই মধ্যে তার ছোট ভাই শামা শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২ টার দিকে তার দীর্ঘদিনের এক খন্ড দখল করতে যায় একদল স্বশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে। তাদের হাতে ছিলো লম্বা দা আর বল্লম। তবু নিজের জমি রক্ষা করতে গেলে তার ছোট ভাই আবুল শাহমা দলবল সহ তাদেরকে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, হামলায় আহত হন জাফর আলম( ৬৩), মো: ওসমান(৩৫), সুজিনা বেগম(২৬), রশিদা বেগম(৪৫), আবুল শাহমা(৫৫), ছুরত আলম (৫০), আবদুল করিম(৫৫)। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন।

অপর দিকে ছোট ভাই আবুল শাহমা বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তার বড়ভাই জোর করে তাদের পৈত্রিত সম্পত্তি দখল করে রেখেছে অনেক দিন। একারণে সে তার পাওনা সম্পত্তি উদ্ধারের চেষ্টা করেছেন তিনি। পুলিশ ঘটনার কথা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন