নাইক্ষ্যংছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষামেলা অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে শিক্ষা সপ্তাহ মেলা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠানিকভাবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ।
মেলার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ অধ্যাক্ষ ও আ ম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. ইমরান, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, আওয়ামী লীগ নেতা ডা. ইসমাইল হোসেন, ডা. সিরাজুল হক, ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, কৃষকলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল, বিজিবি স্কুলের প্রধান শিক্ষক নুরুল বাশার, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল হোসাইন, প্রধান শিক্ষক হামিদুল হক, ওসমান গণি, মংসুই অং মার্মাসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
শিক্ষামেলায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি উচ্চ বিদ্যালয়, উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন উপকরণ প্রদর্শন করেন।
পরে মেলার স্টল নির্বাচন কমিটি তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ম, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২য় ও বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩য় স্থান ঘোষণা করে পুরষ্কার বিতরণ করেন।