নাইক্ষ্যংছড়িতে তরুণীর ঘাড়ে ছুরিকাঘাত


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক তরুণীর ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়েছে দুষ্কৃতিকারীরা।
বুধবার (২৪জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেরারকুল পাহাড়ে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাত হওয়া ওই তরুণীর নাম রোমেনা আক্তার (১৫)। সে ওই গ্রামের মো. কাশেমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়ে দিতে বের হলে ৩-৪জন অজ্ঞাত পরিচয়ের লোক রোমেনাকে ধরার চেষ্টা করে। এসময় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে রোমেনার ঘাড়ে আঘাত প্রাপ্ত হয়। ঘটনার পর পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করান।
নাইক্ষ্যংছড়ি হাসপাতালের চিকিৎসক রঞ্জন চৌধুরী জানান, আঘাত তেমন জটিল নয়। তবে পরিবার রোগীকে প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে নিতে চায়।
স্থানীয় ইউপি মেম্বার আলী হোসেন জানান- রোমেনাকে অজ্ঞান ও ঘাড়ে ছুরিকাঘাত করার জন্য দুষ্কৃতিকারীরা চেষ্টা করেছিল। মেয়ের বাবা মো. কাশেম জানান- কারো সাথে আমার পরিবারের বিরোধ নেই। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা ধারনা করতে পারছি না। ঘটনার সময় রোমেনা অজ্ঞান হয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনো জানা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
এই বিষয়ে জানতে ওসির ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলেও নেটওয়ার্কের বাইরে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে থানার এসআই নুরুল আমিন জানান- মেয়েটির গলায় সামান্য আঁচড় লেগেছে। প্রেমঘটিত কারণে ঘটনাটি হতে পারে।