parbattanews

নাইক্ষ্যংছড়িতে দশ হাজার পিস ইয়াবাসহ ২০টি বার্মিজ গরু জব্দ, আটক ১

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জুন) বিকালে ভালুখাইয়া বিওপি’র একটি টহলদল গুদিয়াকাটা নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ ১০ হাজার পিস ইয়াবা ও ২০ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামি মো. মোরশেদ ( ২০) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমুনিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে ।

এছাড়াও একইদিনে জারুলিয়াছড়ি বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা বক্কর টিলা নামক স্থান হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২০টি বার্মিজ গবাদি পশু আটক করা হয়। বিজিবির এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রেস ব্রিফিং আরো জানা যায়, জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ (পঁচিশ) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version