parbattanews

নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বান্দরাবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিথি বৃন্দরা।

মেলায় ১৭টি স্টলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা সম্প্রসারণ ও তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন করা হয়।

বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌসের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বর্তমান সরকারের সকল সেক্টরের অভাবনীয় সাফল্যের তথ্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মারমা, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান, উপজেলা পরিসংখ্যান অফিসার রিমন রুদ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভা.) সৈয়দ নুর, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা। এছাড়াও দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ,শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়।

Exit mobile version