parbattanews

নাইক্ষ্যংছড়িতে দেশের প্রথম চাক সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশে প্রথম চাক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে।

বিশেষ করে পার্বত্যাঞ্চলের চাক সমপ্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মলন। এতে তাদের নানা সুযোগ সুবিধা,সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকুন ক্রমান্বয়ে পুরণ করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন, চাক সম্প্রদায়ের প্রথম জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক।

এ সময় চাক সম্প্রদায়ের নেতারা জানান, এটি তাদের প্রথম সম্মেলন। বর্তমানে চাক উপজাতির সংখ্যা মাত্র সাড়ে ৫ হাজার।

তারা আরও জানান,বান্দরবান জেলায় ১১ টি নৃ-গোষ্ঠী বসবাস করে। তার মধ্যে চাক উপজাতিরা একটি। তারা দেশের অতিক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম। আর এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থায়ী বাস শুধু নাইক্ষ্যংছড়িতে।

সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বান্দরবাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, ওসি টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মংছানু চাক,বাছাইচিং চাক,মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক প্রমুখ।

Exit mobile version