parbattanews

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

Boysak copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে বাঙালি জাতির অন্যতম সামাজিক উৎসব পহেলা বৈশাখ নানা আয়োজনে উৎযাপন করা হয়েছে। এই উৎসবকে ঘিরে পার্বত্য এ উপজেলার বিভিন্ন পাহাড়ী পল্লী গুলোতেও শুরু হয়েছে উৎসবের সাজ সাজ রব। পুরানো বছরের সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন ১৪২৩ সালকে বরণ করতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন আইটি ক্লাবও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেয়।

বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেল নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উম্মুক্ত মঞ্চে গিয়ে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে শিশু একাডেমীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মো. শফি উল্লাহ, থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের প্রমূখ।

Exit mobile version