নাইক্ষ্যংছড়িতে পার্বত্য মন্ত্রীর আগমনে প্রশাসন ও আ.লীগের প্রস্তুতি সম্পন্ন

fec-image

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য মন্ত্রীর আগমনে উপজেলা প্রশাসন পুলিশ ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে স্ব-স্ব অবস্থান থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, ২৯ জুলাই সকাল সাড়ে ৯ টায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নাইক্ষ্যংছড়িতে আসবেন। তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান বলেন, তারা দলীয়ভাবে পার্বত্য মন্ত্রীকে স্বাগত জানাতে বুধবার দুপুরে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিসভা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি, পার্বত্য মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন