parbattanews

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চুক্তির ২৫ বছর উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নাইক্ষংছড়ি ১১ বিজিবি জোনের পক্ষ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়নের স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের জোন কমন্ডার লে. কর্নেল মো রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, উপ-অধিনায়ক ১১ বিজিবি মেজর মো. মঞ্জুর আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান ও সোনাইছড়ি ইউপি চেযারম্যান এন্যানিংমার্মা সহ সাংবাদিক, কারবারি, শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version