নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে গৃহবধুর মৃত্যু


নাইক্ষ্যংছড়িতে ঢালু থেকে পাহাড় ধসে গৃহবধুর মৃত্যু হয়েছে। তার নাম আরেফা বেগম (২৮)। স্বামীর নাম অজ্ঞাত। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বড়ছড়া গ্রামের আসরত আলীর মেয়ে।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা চট্টগ্রাম মেডিকেলে গৃহবধুর মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আরোফা বেগম প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে বসে ছিলো বাড়ির কাজ নিয়ে। হঠাৎ এক পর্যায়ে আগের কাটা এ পাহাড় থেকে মাটি ধসে পড়লে তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি ও পরে চট্টগ্রাম কেডিকেলে নিলে তাকে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। এ অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনা সত্য। তার মৃত্যু হয় পাহাড় ধসে।
ঘটনাপ্রবাহ: গৃহবধু, নাইক্ষ্যংছড়ি, পাহাড় ধস
Facebook Comment