parbattanews

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড লম্বাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর করলিয়া মুরা গ্রামের বাসিন্দা মৃত কবির আহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী জহির আলম জানান, প্রতিদিনের ন্যায় রাবার বাগানে মাটলাম সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে শিকার হয় মো. আলী। হাতির আক্রমণে ঘটনাস্থলেই সে প্রাণ হারায় । ওই সময় আশপাশের লোকজনের সহায়তায় তাকে মৃত অবস্থায় নিজ বাড়িতে নেওয়া হয়। নিহত ব্যক্তি ৩ সন্তানের জনক।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি জানান, বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনাটি সত্য। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ফোর্সসহ পাঠিয়েছেন। বন্য হাতির আক্রমণের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।

Exit mobile version