নাইক্ষ্যংছড়িতে বাংলা নববর্ষ ও মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু

fec-image

নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন ও উপজেলা বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মার্মা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই এর ৩ দিনের কর্মসূচী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় এ উপলক্ষে মারমা সস্প্রদায়ের একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজদের গ্রাম ধুংরী হেডম্যান পাড়ায় ফিরে যায়। এতে মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী পুরুষ অংশ নেয়।

অপর দিকে সকাল সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা
ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । শোভাযাত্রায় নেতৃর্ত্বদেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস। অন্যান্যদের মাঝে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা,হাসপাতালে টিএইচ ও ডাঃ এ জেটএম ছলিম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরানসহ সরকারী- বেসরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃ্ৃবৃন্দ।

এদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মার্মা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই এর ৩ দিনের কর্মসূচীর মধ্য আগামী কাল যুবকদের নিয়ে ২ দিনের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। শনিবার হবে জলকেলি অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন