নাইক্ষ্যংছড়িতে বাজার মনিটরিং শুরু, বাজারে সতর্কবার্তা

fec-image

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বাজার মনিটরিং কমিটির বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে ।

প্রথম দিন শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা সদর বাজার বাইশারী বাজার ও চাকঢালা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বাজারের মুদি দোকানী মো. ইব্রাহিম সওদাগরের দোকান, শামশুল আলম সওদাগরের দোকানসহ অনন্ত অর্ধ শতাধিক দোকানের পণ্য সামগ্রির মান, দর ও ওজন দেখেন তারা । একই সাথে নাইক্ষ্যংছড়ি সদর বাজারে খাইরুল আলম মনুসহ বড় মুদি দোকানী ও তরিতরকারির দোকান গুলো মনিটরিং করেন কমিটি। একই সাথে তাদেরকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি না করতে পরামর্শসহ সতর্ক করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বাজার মনিটরিং কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, কমিটির সদস্য যথাক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সৌরভ বডুয়া ও কমিউনিটি পুলিশিং এর উপজেলা কমিটির সা. সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ ।

উল্লেখ্য, কমিটি চলতি রমজান মাসে ক’দিন পরপর এ মনিটরিং কাযর্ক্রম পরিচালনা করবেন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন