parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাই কাঠ আটক

Bgb Kat atok-05-02-16
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : 
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন বিভাগ অলস সময় পার করলেও কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড ব্যটালিয়ন। সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন অবৈধ মালামাল আটকের অংশ হিসেবে বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী দোছড়ি ইউনিয়নের কোলাচিঘাট ও পক্ষিঝিরি নামক এলাকা থেকে এসব চোরাই কাঠ আটক করা হয়।

৩১ বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার ৩১ বিজিবির নিয়ন্ত্রণাধীন লেম্বুছড়ি বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলম এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কোলাচিঘাট ও পক্ষিঝিরি এলাকায় অভিযান চালায়। এসময় চোরাই কাঠ পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬০৮.৯ ঘনফুট এবং জ্বালানী কাঠ ১ হাজার ২শত ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৯১ হাজার টাকা। আটককৃত কাঠ মামলা নং ইউডিওআর-২১ এবং ২২ রুজু করে ৪ ফেব্রুয়ারি তুলাতুলী বনবিট অফিসে জমা করছে বিজিবি।

অভিযানে কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে বেআইনী সব ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে বলে জানান, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে.কর্ণেল হাসান মোরশেদ চৌধুরী।

Exit mobile version