parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

31-bjb-31-1-16

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্তের অতন্দ্র প্রহরী ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান। রোববার উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির নিকটস্থ এলাকায় শীতার্ত, দরিদ্র জনসাধারণের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) এর ব্যবস্থাপনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের ব্রিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান, পিএসসি।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৩১ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. হাসান মোরশেদ, পিএসসি, জি+, ইউপি চেয়ারম্যান রশিদ আহামদ, ইউপি সদস্য, হেডম্যান, কারবারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে পাহাড়ী-বাঙ্গালী কয়েক শতাধিক মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, পাহাড়ের দূর্গম এলাকার মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরণের সহযোগিতামূলক কর্মসূচী এলাকায় জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version