parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব পানি দিবস পালন

Pani Dibos- 22-03-17 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নদ নদী খাল বিলে দূষণ চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি’ এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবসে সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সম্মেলিত ভাবে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রেজাউল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, উপজেলা আওয়ামী লীগ য্গ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো.র ইমরান মেম্বার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, মহিলা আওয়ামী লীগ নেতা জুহুরা বেগম, ওজিফা খাতুন রুবি প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে স্বাদু পানি নিয়ে একটি আন্তর্জাতিক দিবস পালনে প্রস্তাব রাখা হয়। জাতিসংঘের সাধারণ সভায় ২২ মার্চ ১৯৯৩ দিনটিকে প্রথম বিশ্ব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Exit mobile version