parbattanews

নাইক্ষ্যংছড়িতে মাইক্রোভর্তি মদসহ আটক-২

আটককৃত মদসহ আরিফুল ইসলাম ও মো. সরওয়ার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইক্রোবাস ভর্তি ৯ বস্তা চোলাই মদসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১মে) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের লেকেরপাড় এলাকায় পুলিশের কৌশলী তৎপরতায় তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলো- আরিফুল ইসলাম ( ৩০) ও মো. সরওয়ার (৩০)। উভয়ই কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের বাসিন্দা।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে মাইক্রোভর্তি মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, এসআই আমিনুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায় পুলিশ।

এসময় চট্টমেট্রো-চ- ১১- ৬১৫১ নাম্বারের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে  ৯টি প্লাস্টিকের বস্তাভর্তি প্রায় ৫০০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক ও গাড়িটি জব্দ করে পুলিশ।

এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন- মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মদসহ ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হবে বলেও জানান তিনি।

Exit mobile version