parbattanews

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১৭ হাজার ৮শ ৪৩ পিস ইয়াবাসহ রাবিয়া বেগম নামের এক মহিলাকে আটক করেছে ১১বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১২টায় বিজিবি’র একটি টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করেন। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেরারকুল এলাকার মোক্তার আহমদের স্ত্রী।

এ সময় তল্লাশি করে রাবিয়া বেগমের কাছ থেকে ১৭ হাজার ৮ শত ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন বিজিবি জোয়ানরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

এ সময় ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এসি সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকায় মুখোশের আড়ালে অনেকে অবৈধ ইয়াবা ব‍্যবসার সাথে জড়িত বলে জানা যায়। অনেক পরিবারের দৃশ্যমান কোন আয়ের উৎস না থাকায় বাধ্য হয়ে এমন জীবন যাপন করছেন।

আটককৃত মহিলাকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version