parbattanews

নাইক্ষ্যংছড়িতে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় ময়না তদন্তের পর লাশ হস্তান্তর

নিহত নুরুল কবির

দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছাত্র নুরুল কবির (১৭) এর মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিয়মানুযায়ী ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান- ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার পর লাশ ময়না তদন্ত করা হয়েছে। শনিবার সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এদিকে লাশ গ্রহণের পর দুপুরে দোছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিজ গ্রামে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে নুরুল কবিরকে দাফন করা হয়েছে। জানাজা নামাজে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মেম্বারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাড়ির পাশে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মো. কবির। একদিন পর ওই স্থানে পানিতে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ লাশ ময়না তদন্তের পর শনিবার পুনরায় পরিবারের কাছে কবিরের লাশ হস্তান্তর করেছেন।

Exit mobile version