parbattanews

নাইক্ষ্যংছড়িতে ৩০০ শিশু পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

নাইক্ষ্যংছড়ির পাচঁ ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। চলমান করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য এসব শিশুখাদ্য দিয়েছেন প্রধানমন্ত্রী।

উপজেলায় মোট ৩শ পরিবারের শিশুদের জন্য এসব শিশু খাদ্য দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি এর নিকট থেকে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা শিশু খাদ্য বুঝে নেওয়ার পর নিজ এলাকায় বিতরণ করছেন।

সোমবার(২৯ জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের নিয়ে এই শিশু খাদ্য বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

এই বিষয়ে চেয়ারম্যান আবছার জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে থমকে গেছে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দুঃস্থ ও অসহায় মানুষের জীবন চলার পথ। এই অবস্থায় ত্রাণ ও শিশুখাদ্য পেয়ে সাধারণ মানুষ খুশি হচ্ছেন।

বিতরণ করা প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি সুজি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি চিনি, ১ টি সাবান ও ১ প্যাকেট বিস্কুট।

Exit mobile version