নাইক্ষ্যংছড়িতে ৪৫ বোতল বিয়ারসহ সিএনজি চালক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের মোহাম্মদ হোসাইনের ছেলে মোস্তফা কামাল (২৩)।
পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টানটু সাহার নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ একটি টিম ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিয়ার উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত মোস্তফা কামালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।