ডাক্তার স্বামী আইসোলেশনে থাকায়

নাইক্ষ্যংছড়ির ইউএনও সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে

fec-image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন।
বুধবার (২৪মার্চ) বিকাল থেকে সরকারি বাসভবনে তিনি সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে গেলেও উপজেলায় করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাফর মো. ছলিম।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন- গত মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালে একজন বয়ষ্ক নারী করোনা ভাইরাস সনাক্ত হন। এর আগে ওই নারীর চিকিৎসা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির স্বামী ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মো. ইউনুচ। ওই নারী করোনা ভাইরাস আক্রান্ত নিশ্চিত হওয়ার পর ডাঃ মো. ইউনুছও কক্সবাজারে আইসোলেশন ওয়ার্ডে গিয়েছেন। স্বভাবিকভাবে স্বামী-স্ত্রী উভয়ে কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে আসা যাওয়া ছিল বিধায়; ইউএনও সতর্কতা মূলক স্বেচ্ছায় হোম কোয়ারেন্টেইনে গেছেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন