parbattanews

নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে বিজিপি’র গুলি: সতর্ক বিজিবি

 

পার্বত্যনিউজ রিপোর্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের কাছে বাংলাদেশ ভূ-খণ্ডের বাইরে বিজিপির প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণের গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করায় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সীমান্তের লেম্বুছড়ির আমতলি এলাকার ৫০ ও ৫৯ নম্বর পিলারের কাছে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানান স্থানীয় জন প্রতিনিধিরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তে বসবাসকারী লোকজন।

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম জানান, সকাল থেকে আমতলি এলাকায় প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে। মায়ানমারের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে এই গুলির শব্দ আসছে। এটি মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মহড়া ও প্রশিক্ষণের গুলির শব্দ। এ ঘটনার পর থেকে লেম্বুছড়ি ও পানছড়ির বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ২৮ মে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হন।

Exit mobile version