parbattanews

নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে বিজিবির স্মরণীয় ভূমিকা

Bgb 24-05-17 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

আতঙ্ক ও নানা শঙ্কার পাশ কাটিয়ে সম্পন্ন হয়েছে ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও বিজিবি অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় স্মরণীয় ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনে অন্তত শতাধিক সদস্য সার্বক্ষনিক কেন্দ্র পাহারায় নিয়োজিত ছিল। ছোটখাট সৃষ্ট সমস্যা নিয়েও সাধারণ মানুষের পাশাপাশি প্রার্থীদের কর্মী সমর্থকরাও বিজিবির সহায়তা নিতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ তৎপরতা নিয়ে যেমন সন্তুষ্ট ছিল বিরোধ পক্ষ তেমনি সন্তোষ প্রকাশ করেন সরকার দলীয় প্রার্থী। যদিওবা দিনের মধ্যভাগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি প্রার্থী নুরুল আলম কোম্পানী।

ভোট চলাকালীন তাংরা বিছামারা কেন্দ্রে আওয়ামী লীগ প্রাথী তসলিম ইকবাল চৌধুরী সাংবাদিকদের বলেন, রাজনীতি জীবনে প্রশাসন তথা বিজিবির এমন প্রশংসনীয় ভূমিকা কখনো চোখে পড়েনি। এজন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হলে, আশারতলী গ্রামের বাসিন্দা ছৈয়দ, চাকঢালার ইসলাম, ছালামীপাড়া আব্দুল্লাহ জানান, বিগত সময়ে যত নির্বাচন হয়েছে তারমধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজিবির ভূমিকা ভিন্ন ছিল। এ বাহিনীর কঠোরতার কারণে কেন্দ্রে আসা সাধারণ ভোটাররা নির্ভিঘ্নে ভোট দিতে পেরেছে। এছাড়াও র‌্যাব-৭ এর দুই প্লাটুন সদস্য নির্বাচনী এলাকায় টহলে ছিল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রে বিজিবির ভূমিকা প্রশংসনীয় ছিল। এতে করে সাধারণ মানুষের কাছে আবারও বিজিবির মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের জোন কমান্ডার লে.কর্ণেল আনোয়ারুল আযীম জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষায় নানা ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকার এ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বিজিবি তার নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল দলের পাশাপাশি খোদ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ারুল আযীম। এসময় তিনি শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবির পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে সততার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানান।

Exit mobile version