নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃত্বে জিয়াবুল ও মামুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর করেছেন বান্দরবান জেলা ছাত্রদল সভাপতি মো: আশরাফুল আমিন ফরহাদ ও সাধারণ সম্পাদক অমিত ভুষন তঞ্চঙ্গ্যা। কমিটিতে জিয়াবুল হককে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে মামুনুর রশীদকে।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো: শাহ্ নেওয়াজ, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, মো: শাহ জালাল, সৈয়দুল আমিন, শাহাদাত হোসেন, আলী মো: মিনহাজ, চাইহ্লা মং চাক, মং ওয়াই মার্মা। এছাড়াও সদস্য হিসেবে রয়েছে মো: আলমগীর, রেজাউল করিম, মো: সেলিম, মো: কলিম উল্লাহ, মো: জুবাইরুল ইসলাম, মো: শাকিল, কলিম উল্লাহ-২, মো: শোয়াইব, মো: আতিকুল রহমান ও মো: কামাল। এদিকে ঘোষিত কমিটিতে অভিনন্দন জানিয়েছে উপজেলার পাচঁ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। আগামীতে এই কমিটির হাত ধরে ছাত্রদল আরো শক্তিশালী ভূমিকা পালন করবে এমনটি প্রত্যাশা করেছেন নেতাকর্মীরা।
এই প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক ও সদস্য সচিব মামুনুর রশিদ জানান- নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা স্বচ্ছতার সাথে পালন করে তৃণমূল কমিটিকে আরো শক্তিশালী করার ভূমিকা রাখবে। এইজন্য জেলা কমিটির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানান।