parbattanews

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে দায়িতপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ১৩৩ জন, পোলিং অফিসার ২১৪ জন অংশ গ্রহণ করেন। সোমবার সকালে বালিকা উচ্চ বিদ্যালয়ে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষন কর্মশালায় জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্ব-স্ব কেন্দ্রে ভোট গ্রহণকালে মুঠোফোন নেওয়া যাবে না। শুধু মাত্র একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার কাছে মুঠোফোন থাকবে। তাও নির্বাচনি কাজে ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না।

তিনি আরো বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কাজ। ভোটের দিন কেন্দ্রে অপরিচিত কেউ ফোন করলে তা ধরা যাবে না। যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। তিনি নির্বাচনে দায়িত্ব অবহেলা না করার জন্য পরামর্শ দেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন- বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ প্রমুখ।

Exit mobile version