parbattanews

নাইক্ষ্যংছড়ি খালে ব্রিজ না থাকায় দুর্ভোগ

ওই গ্রামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হলে শুক্রবার সকালে এভাবে ঝুঁকিপূর্ণভাবে লাশ পার করার চিত্র।

নাইক্ষ্যংছড়ি খালটি দুই উপজেলার সীমানা ভাগ হয়ে বয়ে গেছে রামু উপজেলার কচ্ছপিয়াস্থ বাঁকখালী নদীতে।

৩১ বিজিবি ক্যাম্পের পশ্চিম-উত্তর কর্নারে পশ্চিমাংশে তুলাতলী গ্রামে বসবাস করে প্রায় দুই শতাধিক পরিবার। কিন্তু খালের উপর কোন ব্রিজ নাথাকায় সীমাহীন দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ।

বর্ষাতে নৌকায় ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোতে পারাপার হতে হয় তাদের। ওই স্থানে ব্রিজ নির্মাণে দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধি কারো নজর নেই। সেখানে একটি ব্রিজ নির্মাণ হলে গতি আসবে ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে-এমনটাই বলছেন সাধারণ মানুষ।

Exit mobile version