parbattanews

নাইক্ষ্যংছড়ি জোনের উদ্যোগে পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোন ১১ বিজিবির উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বার) সকালে ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে. কর্নেল মো. নাহিদ হেসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটেলিয়নের উপ অধিনায়ক (মেজর) কাজী আহাদুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, প্রেসক্লাবর প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য আব্দু রশিদ,সদস্য মো. শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, সদস্য মো. ইউনুছ, সদস্য মো. তৈয়ব উল্লাহ, দোছড়ি ইউনিয়নের ২৭৬নং মৌজার হেডম্যান মংনু মার্মা বাকখালী ২৭৯ মৌজার হেডম্যান উছাই থোয়াই চাক, বাইশারী মুক্তিযোদ্ধা মার্মা প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় ব্যাটালিয়নের মাঠে স্থানীয় খেলোয়াড় বনাম বিজিবি সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Exit mobile version