নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩পাচারকারী আটক
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০টি ইয়াবাসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ৩ টায় নাইক্ষ্যংছড়ি থানার এস.আই ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরের মধ্যম চাক পাড়াস্থ ব্রিক ফিল্ড এলাকায় সন্দেহভাজন ওই তিন রোহিঙ্গা নাগরিককে তল্লাশি চালিয়ে ৯৫০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন- মায়ানমারের মংন্ডু জেলার নাগপুরা থানার তুই চাই মেগ নাই এলাকার তাং চয় পাড়ার বাসিন্দা মৃত সোলতার আহমদের পুত্র মো. সিরাজুল হক (৩০),একই এলাকার নুর মোহাম্মদের পুত্র ছৈয়দ কাসেম (২০),মো.আলমের পুত্র মির আহমদ (৩৮)। গত কয়েক মাস ধরে ওই তিন ইয়াবা পাচারকারী নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ঠান্ডা ঝিরি এলাকায় বসবাস করে আসছে ।
আটকের পর ওই তিন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার এস.আই ফুরিদুল ইসলাম। মামলা নং-৩/৩৩ (১২/০৭/২০১৪ইং)।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান – গোপন সংবাদে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট সহ এই তিন পাচারকারীকে আটক করা হয় ।
এদিকে এলাকাবাসীরা জানান, প্রকৃত বড় মাপের ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারীরা ধারা ছোয়াঁর বাইরে থেকে যাচ্ছে। নাম প্রকাশে অনচ্ছিুক এই ব্যক্তি বলেন, পার্বত্য নাইক্ষ্যংছড়ির সুন্দর পরিবেশ এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা নষ্ট করে ফেলছে । প্রতিরাতে নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক দিয়ে মায়ানমার হয়ে হাজার হাজার পিচ ইয়াবা ও মাদক পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে ।
নাইক্ষ্যংছড়ির বিশিষ্ট সমাজ সেবক উফোছা মার্মা বলেন, এই ইয়াবা ব্যবসার সাথে অনেক অনেক বড় মাপের ব্যক্তি জড়িত । তড়িৎ গতিতে বিজিবি-পুলিশকে সাড়াশি অভিযান পরিচালনা করে এলাকায় পূর্বের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহবান জানান ।