নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে বার্মিজ পণ্যসামগ্রীসহ আটক ১


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির এক অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ কপি উদ্ধার ও ১ পাচারকারীকে আটক করেছে ঘুমধুম ফাঁড়ি পুলিশ ।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান চালিয়ে মায়ানমারের তৈরি ১০ প্যাকেট সুপার কপি, ১০ প্যাকেট হ্যাপিটি কপি ও ১৬০ প্যাকেট রিস কপি উদ্ধার করে তারা।
এ সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে মো. ইউছুফকে (৩০) আটক করেছে তারা । বিষয়টি নিশিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে কিছু মাদক পাচারকারী চক্রের সদস্য সীমান্ত অশান্তির চেষ্টা করবে। এদের বিরুদ্ধে পুলিশ সচেষ্ট আছে। উদ্ধারকৃত মালামাল ও আটকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, নাইক্ষ্যংছড়ি, পুলিশ
Facebook Comment