parbattanews

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে আবারো মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত

 

বাইশারী প্রতিনিধি:

বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ির সীমান্তের জিরো পয়েন্ট ৪৪ নম্বর সীমান্ত পিলার চাকঢালা বিওপি ওপারে মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন মিয়ানমারের মংডু জেলার তাইংডেবা বলিবাজার গ্রামের বাসিন্দা মৃত কাছিম উদ্দিনের পুত্র নুরুচ্ছফা (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিষ্ফোরণে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আরো জানান, নিহত রোহিঙ্গ্যা নাগরিক সহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় ফেলে আসা গরু আনতে যায়। গরু নিয়ে আসার সময় মাইন বিষ্ফোরণে সে নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গ্যা ক্যাম্পে স্ত্রী-পুত্র সহ অবস্থান করছিল। তারা সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় রেখে আসা গরু আনতে গিয়েছিল বলে অন্যান্য রোহিঙ্গ্যারা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরোয়ার কামাল বলেন, মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। যেহেতু ঘটনাটি বাংলাদেশের ভিতরে নয়, তাই লাশটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

Exit mobile version