parbattanews

নাইক্ষ্যংছড়ি সদরে নৌকার পরাজয়, সোনাইছড়ি ও ঘুমধুমে জয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি’তে আওয়ামী লীগের নৌকা এবং ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

সোমবার নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি এবং ঘুমধুম তিনটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।

প্রার্থী ও ভোট কেন্দ্রের নির্বাচনী এজেন্টদের পাওয়া তথ্যমতে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল আবছার ৪ হাজার ৩৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তসলিম ইকবাল চৌধুরী নৌকা প্রতীক পেয়েছেন ৩ হাজার ৮২৪ ভোট।

অপরদিকে সোনাইছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এ্যানি মারমা ২ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী বাহান মারমা আনারস প্রতীকে পেয়েছেন ৮৫৬ ভোট। আর সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আজিজ ২৭৭ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশীদ আহমেদ আনারস। তবে একটি কেন্দ্র এলাকায় সংঘাতের কারণে ভোটের সংখ্যা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

Exit mobile version