নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১টায় ইউনিয়ন প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। বাজেট উপস্থাপন করেন ইউপি’র সচিব ছৈয়দ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভা:) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সত্তার, ইউপি সদস্য অরিফ উল্লাহ, আলী হোসেন, ফয়েজ উল্লাহ, রবিসন বড়ুয়াসহ সকল ইউপি সদস্য বৃন্দ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নারী সদস্যরাও, শিক্ষক, শিক্ষার্থী, ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।