parbattanews

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে দু’পা উড়ে গেল বাংলাদেশীর

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সদরের চাকঢালা  গ্রামের চেরারমাঠ এলাকার সীমান্তের ৪৩নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশী হলেন উপজেলা সদরের চাকঢালা ৬নং ওয়ার্ড জাকের হোসনের পুত্র  বদিউর রহমান (৪৫)। সে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। মাইন বিস্ফোরণে তার দু’পা উড়ে যায় বলে জানান- স্থানীয় বাসিন্দা মাওলানা শামশুল আলম।

স্থানীয়রা জানান, সকাল ১১ টা দিকে নিজ ঘরের গরু আনতে গিয়ে সে মাইন বিস্ফোরণের শিকার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, গুরুতর আহত বদিউর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ-আল খতিব হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৩ মাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নাগরিক ও ১ বাংলাদেশী নিহত হয়েছেন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় বর্তমানে পঙ্গুত্ব বরণ করছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর শেখ বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিকে উদ্ধার পূর্বক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version