নাইক্ষ্যংছড়ি সীমান্তে নেপালির পর এবার ভারতীয় নাগরিক আটক


পার্বত্য বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তের রেজু আমতলী থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি জোয়ানরা। আটক এ ব্যক্তির নাম সূধির পিতা- বিমল। সে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে স্বীকার করে । এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে ১ নেপালি নাগরিক আটক করেছিল ১১ বিজিবি।
সূত্র জানায় , বৃহস্পতিবার ( ৩০ মার্চ) সন্ধ্যার পর তাকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির জোয়ানরা আটক করে। শুক্রবার দুপুর নাগাদ এ সংবাদ লেখাকালে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানান বিজিবি।
প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানান, ভারতীয় নাগরিক সূধিরকে রেজু আমতলী বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশের দোকান থেকে আটক করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
অপর দিকে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে বান্দরবানের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান ।
তিনি বলেন, বিজ্ঞ আদালত যদি রিমান্ড মন্জুর করে তখন জানা যাবে আসলে কী উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে ঘুরাফেরা করছিল বিস্তারিত জানা যাবে।